রোহিঙ্গারা আগামী ঈদ মিয়ানমারে করতে পারেন সেই চেষ্টা চলছে: ড. ইউনূস
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১০:০০ পিএম, ১৪ই মার্চ ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন রোহিঙ্গারা যেন আগামী ঈদ মিয়ানমারে উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে।
শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সংস্কার ছোট পরিসরে হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে জুনে
এই ইফতারে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও অংশগ্রহণ করেন।
ড. ইউনূস জানিয়েছেন, রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়ি-ঘরে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন।
আরও পড়ুন: আমরা যথেষ্ট ভাগ্যবান, আমাদের সমুদ্র আছে: ড. ইউনূস
এদিন প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোহিঙ্গাদের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপনের জন্য চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন।
এমএল/