সোনারগাঁয়ে বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ।


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সোনারগাঁয়ে বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ।

নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। 

সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এই সকল উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। 

কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এই উপকরণ তুলে দেন নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। 

উপজেলা কৃষি কর্মকর্তা মুনিরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভুঁইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলসহ উপজেলা কৃষি অফিস কর্মকর্তাগন।  

কৃষি উপকরণের মধ্যে রয়েছে প্রতিটি ইউনিয়ন পরিষদে মৌসুমী ফলগাছের জন্য হ্যান্ড স্প্রে মেশিন ও অন্যান্য সামগ্রী। যে কোন কৃষক প্রয়োজনে ইউনিয়ন পরিষদ থেকে এই মেশিন নিয়ে ফলগাছের পোকা মারার জন্য এই স্প্রে করতে পারবেন।

জি আই/