চাঁপাইনবাবগঞ্জের ৭টি স্বর্ণের বার উদ্ধার আটক ১


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪


চাঁপাইনবাবগঞ্জের ৭টি স্বর্ণের বার উদ্ধার আটক ১
ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সিমান্ত দিয়ে ভারতগামী যাত্রীর কোমরে আন্ডারওয়্যারের বেল্টের ভিতরে ৭টি স্বর্ণের বারসহ হামিদুল হক নামের এক বাংলাদেশী পাসপোর্ট ধারী ব্যক্তিকে আটক করা হয়েছে।


শুক্রবার (২১ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে কর্তব্যরত ৫৯ বিজিবি সদস্যরা চেকপোষ্টে তল্লাশী করে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামি হচ্ছেন রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার রাণীনগর গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে হামিদুল হক (৬১)।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আমের ক্যারেটে ৪শ বোতল ফেন্সিডিল!


৫৯ বিজিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোনামসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া (বিজিবিএম)'র নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত সদস্যগণের অধিক সতকর্তার সাথে বাংলাদেশ হতে ভারত গামী একজন পাসপোর্টধারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় আইসিপিতে কর্তব্যরত বিজিবি সদস্যগণ চেকপোষ্টে তল্লাশী করে তার কোমরে আন্ডারওয়্যারের বেল্টের ভিতরে অভিনব কায়দায় ৭টি স্বর্ণের বার (২৪ ক্যারেট) পাওয়া যায়। 


যার ওজন ৭১০.৬৭ গ্রাম যার বাজার মূল্য ৭৪ লক্ষ ১০ হাজার ১৫৬ টাকা। ঐ ব্যক্তির কাছে ভারতীয় ৫ হাজার ৮শ রুপি ও বাংলাদেশী ১৮ হাজার ৪শ টাকা পাওয়া যায়। স্বর্ণের বার চাঁপাইনবাবগঞ্জ জুয়েলারী সমিতি পরীক্ষা করে স্বর্ণের গ্রেড এবং ওজনের সত্যতা নিশ্চিত করা হয়েছে।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোডে ৪ কেজি গাঁজা উদ্ধার, আটক


উক্ত আসামীসহ স্বর্ণের বার এবং নগদ রুপি ও টাকাসহ মামলা করে শিবগঞ্জ থানার পুলিশের মাধ্যমে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।  


প্রসঙ্গগত উল্লেখ্য রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ১০ জুন ১ জন আসামীসহ ৪টি স্বর্ণের বার আটক করতে সক্ষম হয়।


এমএল/