রাতেই যেসব জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪


রাতেই যেসব জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা
ফাইল ছবি

দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কি.মি. বেগে ঝড়ের পাশাপাশি বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।


শনিবার (২২ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাসে বলা হয়, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল এবং পটুয়াখালি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


আরও পড়ুন: তিন বিভাগে আরও দুদিন ভারী বর্ষণের পূর্বাভাস


এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এদিকে, রবিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।


আরও পড়ুন: দেশের সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত


এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি বা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।


জেবি/এসবি