খাগড়াছড়িতে ‘পুনাক কমপ্লেক্স’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩৯ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪


খাগড়াছড়িতে ‘পুনাক কমপ্লেক্স’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
ছবি: জনবাণী

খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে নারী পুলিশ সদস্যদের হাতে তৈরি বিভিন্ন পণ্য ব্যবসায়িকভাবে প্রসারের লক্ষে ‘পুলিশ নারী কল্যাণ (পুনাক)’-এর নব-নির্মিত ‘পুনাক কমপ্লেক্স’ এর  উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।


রবিবার (২৩ জুন) খাগড়াছড়ি সদর থানাসংলগ্ন হাসপাতাল সড়কে নির্মিত 'পুনাক কমপ্লেক্স' এর উদ্বোধন করেন তিনি।


আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালুর ঘোষণা দিলেন মোদী


এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর ( পিপিএম- বার) প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।


আরও পড়ুন: ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: প্রধানমন্ত্রী 


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংরক্ষিত এমপি বাসন্তী চাকমা, পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন, সার্কেল এসপি আলফাত সিয়াম, সদর থানার ওসি মো. তানভীর হাসান, ক্রাইম ব্রা: এর ওসি মো. আব্দুল বাতেন, আইসিটি বিভাগের ওসি মো. খালেদ।


এছাড়াও নারী পুলিশ পুনাকের কর্মকর্তাগনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জেবি/এসবি