চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল ১ জনের, আহত ২
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪
গাজীপুরের কালিয়াকৈরে চাঁপাইনবাবগঞ্জ আন্তঃনগর ট্রেনের ছাদ থেকে পড়ে মোয়াজ্জেম হোসেন (৫৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলা বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: কমলাপুরে ট্রেনে আগুন
নিহত মোয়াজ্জেম হোসেন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোয়াজ্জেম হোসেন ভোরে সিরাজগঞ্জ থেকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ আন্তঃনগর ট্রেনের ছাদের ওপরে বসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের কাছে পৌঁছালে রেললাইনের ওপর দিয়ে টানানো তারে আটকে নুরুন্নবী, মোয়াজ্জেম হোসেন, মাসুদ মিয়া নামে তিন ব্যক্তি চলন্ত ট্রেনের ওপর থেকে ছিটকে পড়ে যান।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন। নূরুন্নবী, মাসুদ নামে দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন (বুকিং) মাস্টার আশরাফুল আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।’
জেবি/এজে