না ফেরার দেশে জাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪


না ফেরার দেশে জাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদ
ড. কাজী সালেহ আহমেদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য (১৯৮৮-১৯৯৩) পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদ (৮৩)  আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।


মঙ্গলবার (২৫ জুন)  ভোর ৫.৫৫ টার সময় রাজধানীর ধানমন্ডিস্থ একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।


আজ বাদ যোহর মরহুমের ধানমন্ডি বাসার নিকটস্থ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ মঙ্গলবার (২৫ জুন ২০২৪) একদিনের শোক দিবস ঘোষণা করা হয়েছে। শোক দিবসে বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়াও আজ বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ (পরীক্ষা ব্যতীত) বন্ধ রাখা হয়েছে।


আরও পড়ুন: ক্লাসে ফেরা হলো না কুবি শিক্ষার্থী উর্বানার


অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদের মৃত্যুতে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞানে তাঁর অভাব সব সময় অনুভূত হবে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। উপাচার্য তাঁর শোক বার্তায় অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


আরও পড়ুন: ফ্রেন্ডশিপ পর্বতে ঢাকা কলেজ শিক্ষার্থীর সফল অভিযান


উল্লেখ্য, তিনি ১৯৮৮ সালের ১০ মার্চ থেকে ১৯৯৩ সালের ১ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন।


জেবি/এসবি