বাগেরহাটে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪
বাগেরহাটের ফকিরহাটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মো. ইমরান শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ জুন) রাত ৯টায় ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ছোটখাজুরা নিকারী পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ছয় রাউন্ড রাইফেলের গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বাবা ও শিশু পুত্র, আহত মা
গ্রেফতার ইমরানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে মোট ৩০টি মামলা রয়েছে। ইমরান ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ছোটখাজুরা নিকারীপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিং এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান তিনি জানান, গ্রেফতার ইমরান একজন র্দুর্ধষ সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সে পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৩০টি মামলা রয়েছে। মামলা দায়ের শেষে এদিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএল/