বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বাবা ও শিশু পুত্র, আহত মা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান ও তার শিশু পুত্র ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে শিশুটির মা।
শনিবার (২২ জুন) সকাল সাড়ে আটটায় জেলার ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকার ধড়ের ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় খবর পেয়ে ফকিরহাট ও বাগেরহাট ফায়ার সার্ভিস শিশুটির মাকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ জানায় যাত্রী বাহি বাসটি খুলনা থেকে বাগেরহাটের দিকে আসছিলো। আর মটর সাইকেলটি খুলনার দিকে যাচ্ছিল পিলজং এলাকায় পৌছালে এই দূঘটনা ঘটে।
আরও পড়ুন: বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান শনিবার সকাল সাড়ে আটটার দিকে খুলনা বরিশাল মহাসড়কের পিলজংগ এলাকায় যাত্রী বাহি বাস চাপায় মটরসাইকেল আরোহি পটুয়াখালী সদরের মোসলেম উদ্দিনের ছেলে খলিলুর রহমান ও তার ২০ মাসের শিশু পুত্র নিহত ও তার স্ত্রী গুরুত্বর আহত হযেছে। মৃত দের উদ্ধার করে হাইওয়ে থানাতে রাখা হয়েছে। তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হবে। দূর্ঘটনার পরে প্রায় আধা ঘন্টা খুলনা বরিশাল মহাসড়কে যান চলা চল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ যান চলা চল স্বভাবিক করেছে। মটর সাইকেল চাপা দেয়া বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটিকে আটক করেছে পুলিশ।
এমএল/