Logo

৮ দফা দাবিতে বিক্ষোভ : পুলিশ-শ্রমিক সংঘর্ষে রণক্ষেত্র গাজীপুর

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৪ জানুয়ারি, ২০২৬, ১৯:০৪
৮ দফা দাবিতে বিক্ষোভ : পুলিশ-শ্রমিক সংঘর্ষে রণক্ষেত্র গাজীপুর
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে যমুনা ডেনিমস লিমিটেড কারখানার সামনে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে উত্থাপিত ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা শান্তিপূর্ণভাবে আন্দোলনে নামেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আলোচনা না করে পুলিশ ডেকে আনে, এরপরই সংঘর্ষের সূত্রপাত।

আন্দোলনকারীরা জানান, দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সমাধান হয়নি। বরং বিক্ষোভ দমাতে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে তাদের দাবি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তাদের অভিযোগ, দাবি-দাওয়া নিয়ে কথা বলার সুযোগ না দিয়েই শক্তি প্রয়োগ করা হয়েছে।

অন্যদিকে শিল্প পুলিশের দাবি, শ্রমিকরা হঠাৎ করে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন, ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও উশৃঙ্খল আচরণ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন

গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, সংঘর্ষে শিল্প পুলিশের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বেলা ১১টার দিকে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টাঙানো হয়। এতে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও শ্রমিকদের দাবি-দাওয়া ও কারখানা বন্ধের সিদ্ধান্ত ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা বলছেন, দ্রুত সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান না হলে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা বাড়তে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD