বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

কুষ্টিয়ার ভেড়ামারায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-০১)’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভেড়ামারার ২নং কলোনী গ্যারেজ মাঠে এই খেলার অনুষ্ঠিত হয়।
জুভেন্টাস স্পোর্টিং ক্লাব, ভেড়ামারা-এর আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
বিজ্ঞাপন
ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র এ্যাড. মুহ. তৌহিদুল ইসলাম আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী, কুষ্টিয়া জজ কোর্টের পিপি খন্দকার সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জানবার হোসেন, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ডাবলু, মনি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মনি এবং ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হুসাইন সোহাগ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেড়ামারা উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আতাউর রহমান নায়েব।
বিজ্ঞাপন
ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, "খেলাধুলা মন ও শরীর দুটোই ভালো রাখে। তাছাড়াও যুবসমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখে। বীরমুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে এ ধরনের আয়োজন প্রশংসনীয়।"
এই মহতী উদ্যোগকে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। টুর্নামেন্টটিকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ফাইনাল খেলায় সিঙ্গাপুর স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে বিজেএম স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে।








