Logo

কুমিল্লায় তারেক রহমানের আগমনের খবরে বাঁধভাঙা উচ্ছ্বাস

profile picture
উপজেলা প্রতিনিধি
কুমিল্লা
২৪ জানুয়ারি, ২০২৬, ১৭:৫১
কুমিল্লায় তারেক রহমানের আগমনের খবরে বাঁধভাঙা উচ্ছ্বাস
ফাইল ছবি।

দীর্ঘ প্রায় দুই যুগ পর কুমিল্লায় আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তিনি জেলার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলার তিনটি পৃথক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

এদিকে এ খবরে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের আবহ সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, আগামীকাল রবিবার বিকেলে চট্টগ্রাম থেকে ফেরার পথে প্রথমে জেলার চৌদ্দগ্রাম, মাঝে সদর দক্ষিণ ও পরে দাউদকান্দি উপজেলার জনসভায় অংশ নিবেন তারেক রহমান। সদর দক্ষিণের জনসভায় অংশ নিতে ব্রাহ্মণপাড়ায় ইতোমধ্যে জাঁকজমকপূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ইউনিটে নেতাকর্মীরা সভা-সমাবেশ ও প্রচারণামূলক কার্যক্রম জোরদার করেছেন। তারেক রহমানের এ সফর এই অঞ্চলে নির্বাচনী মাঠে দলকে নতুন উদ্দীপনা দেবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, নির্বাচনের আগে তারেক রহমানের সরাসরি উপস্থিতি কুমিল্লা জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মনোবল বাড়াবে। প্রিয় নেতার সফরকে সফল করতে সাংগঠনিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তারা।

ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লায় আসছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের মুহূর্ত। তারেক রহমানের আগমন মানেই গণতন্ত্র পুনরুদ্ধারের পথচলায় নতুন গতি সঞ্চার হবে। এই জনসভাকে ঘিরে কুমিল্লার সর্বস্তরের মানুষ মুখিয়ে আছেন। যুবদলসহ বিএনপি'র সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনসভাকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আমরা বিশ্বাস করি, এই জনসভা আগামী দিনের নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ভূইয়া রিপন বলেন, কুমিল্লার মাটি গণতন্ত্রের আপসহীন নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়ে ওঠা দেশনায়ক তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত। তারেক রহমানের আগমন মানে হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে জাগরণ, মানুষের ভোটাধিকার ফেরানোর দৃঢ় অঙ্গীকার।

তিনি বলেন, জনপ্রিয় নেতা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সরাসরি একনজর দেখার অপেক্ষায় কুমিল্লার মানুষ। কুমিল্লায় সরাসরি প্রিয় নেতার উপস্থিতি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD