বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

একই সময়ে ওই এলাকায় একটি মহিষ ও চারটি গরু মারা যায়
বিজ্ঞাপন
বাগেরহাটে পৃথক জায়গায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
বুধবার (১৯ জুন) দুপুরের দিকে জেলার সদর উপজেলার ডেমা ইউনিয়নে পিসি ডেমা ও হেদায়েতপুর গ্রামে পৃথক পৃথক বজ্রপাতে এ ঘটনা ঘটে। একই সময়ে ওই এলাকায় একটি মহিষ ও চারটি গরু মারা যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সুন্দরবনে কুমিরের আক্রমণে মৌয়ালের মৃত্যু
বিজ্ঞাপন
নিহতরা হলেন, ডেমা ইউনিয়নের পিসি ডেমা গ্রামের আমিন হকের ছেলে মো. শরিফুল হক (২০) ও হেদায়েতপুর গ্রামের কাওছার হোসেনের ছেলে শেখ সেলিম (৩৫)।
স্থানীয়রা জানান, শরিফুল ইসলাম পঞ্চমালা মাঠে গরু চরাচ্ছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিৎ হয়। এ সময় পিসি ডেমা গ্রামের লিয়াকত হাওলাদারের ছেলে উজ্জল হাওলাদার (২৮) আহত হন। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। এই সময় তিনটি গরু ও একটি মহিষ মারা গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অপর দিকে হেদায়েতপুর মাঠে গরু আনতে গিয়ে মৃত্যু হয়েছে শেখ সেলিম নামেরে একজনের।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, বাগেরহাটের ডেমা ইউনিয়নে বজ্রপাতে শরিফুল হক ও সেলিম শেখ নামের দুইজনের মৃত্যু হয়েছে এবং উজ্জল হাওলাদার নামে আরেকজন আহত হয়েছেন। আহতকে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন।
বিজ্ঞাপন
এমএল/








