Logo

নরসিংদী জেলা সংবাদপত্র পরিষদের নতুন কমিটি গঠিত

profile picture
জেলা প্রতিনিধি
নরসিংদী
২৪ জানুয়ারি, ২০২৬, ২০:৫১
নরসিংদী জেলা সংবাদপত্র পরিষদের নতুন কমিটি গঠিত
ফাইল ছবি।

নরসিংদী জেলা সংবাদপত্র পরিষদের নতুন কমিটি গঠিত করা হয়েছে, এ কমিটিতে সভাপতি হয়েছেন হারুন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত আউয়াল।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) সকালে নরসিংদী জেলা সংবাদপত্র পরিষদ (এনএসপি)-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৬-২০২৭ নরসিংদী রেলওয়ে স্টেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন নরসিংদী সংবাদপত্র পরিষদের সভাপতি মো. হারুন অর-রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম.এ আউয়াল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি, এবং নরসিংদী সদর থেকে ধানের শীষের বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পত্রিকার প্রকাশক/সম্পাদক মো. হাবিবুর রহমান, প্রকাশক সম্পাদক একে ফজলুল হক, সম্পাদক মো. জাকির হোসেন, প্রকাশক/সম্পাদক মো. হুমায়ূন কবির সাহা, প্রকাশক সম্পাদক মো. লিয়াকত হোসেন, প্রকাশক/সম্পাদক হামিদুল হক আহাদ, প্রকাশক/সম্পাদক মো. হোসেন আলী, সম্পাদক মো. এমদাদুল ইসলাম খোকন, প্রকাশক/সম্পাদক এটিএম মোস্তফা বাবর, প্রকাশক/সম্পাদক মো. আমজাদ হোসেন,প্রকাশক/সম্পাদক আফরোজা আহমেদ, প্রকাশক/সম্পাদক সালমা সুলতানা, প্রকাশক/সম্পাদক মো. কবির হোসেন, সম্পাদক খান মো. শিবলী হাসান ও সম্পাদক মো. আরিফুল হক প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রকাশক মো. হারুন অর রশিদকে সভাপতি ও এম.এ আউয়ালকে সাধারণ সম্পাদক করে নরসিংদী সংবাদপত্র পরিষদের ২০২৬-২০২৭ইং সালের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

বিজ্ঞাপন

কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন, সহ-সভাপতি একে ফজলুল হক, হামিদুল হক আহাদ, কোষাধ্যক্ষ মো. কবির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, কার্যনির্বাহী সদস্য এমদাদুল ইসলাম খোকন, খান মো. শিবলী হাসান ও আফরোজা আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সময় টিভির নরসিংদী জেলা প্রতিনিধি আশিকুর রহমান পিয়াল, দি ডেইলী স্টার পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, চ্যানেল আই এর নরসিংদী জেলা প্রতিনিধি সুমন রায়, বিজয় টিভি নরসিংদী জেলা প্রতিনিধি আফরোজা চ্যানেল এস’র নরসিংদী জেলা প্রতিনিধি মো. খায়রুল ইসলাম প্রমুখ।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD