ধর্ষণ মামলায় জামিন পেলেন মামুনুল হক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪


ধর্ষণ মামলায় জামিন পেলেন মামুনুল হক
ফাইল ছবি

নায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায়  মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।


বুধবার (২৬ জুন)  দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এক হাজার টাকা বন্ডে তা মঞ্জুর করেন।


মামুনুল হকের আইনজীবী এ কে এম ওমর ফারুক নয়ন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ।


তিনি বলেন, “নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় এক হাজার টাকা বন্ডে মামুনুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত।”


আরও পড়ুন: যে কারণে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন মামুনুল হক


এর আগে মঙ্গলবার (২৫ জুন) এ মামলায় সাক্ষীদের জেরার দিন ধার্য ছিল। সাক্ষীরা আদালতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু, মামুনুল হক অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ার জারি করেন। সেই পরোয়ানার পরিপ্রেক্ষিতে আজ বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মামুনুল হক। এক হাজার টাকা বন্ডে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।


আরও পড়ুন: হেফাজত নেতা মামুনুল হক ডিবি কার্যালয়ে


উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আ. লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। ১৫ দিন পর ১৮ এপ্রিল মামুনুল হককে গ্রেফতা করে পুলিশ। পরে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা করেন তার সঙ্গে রিসোর্টে থাকা ওই নারী


জেবি/এসবি