নারায়ণগঞ্জে জাহাজের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪
নারায়ণগঞ্জে একটি জাহাজে আগুন লাগার ঘটনায় একজন দগ্ধ ও একজন নিহত হয়েছেন।
বুধবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলে জাহাজের ভেতর থেকে ওই মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে জাহাজে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
প্রত্যক্ষদর্শী জানায়, ভোলার মনপুরা দ্বীপ থেকে আসা ট্রলারটি ফতুল্লার মেঘনা ডিপোতে জ্বালানি তেল বোঝাই করছিল। এসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। ট্রলার থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ
ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেহ উদ্দিন জানিয়ছেন, ফায়ার সার্ভিসের ঢাকা নারায়ণগঞ্জের ৯টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, ওই ট্রলারের পেছনে রান্না চলছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটতে পারে।
আগুন লাগার ঘটনায় কামাল নামে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া এখনও ৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধান চলছে বলেও জানান তিনি।
জেবি/এসবি