ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৩৪


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৮ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪


ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৩৪
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে একদিনে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৪ জন।


বুধবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে (গত ২৪ ঘণ্টায়) সারাদেশে ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বরিশালে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আটজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নয়জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন রয়েছেন।


আরও পড়ুন: ১০ দিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৩ জনের


সরকারি প্রতিবেদন অনুসারে, এ বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ৪৯৬ জন। এদের মধ্যে পুরুষ ২ হাজার ১১৮ জন ও নারী ১ হাজার ৩৭৮ জন।


এছাড়া এ বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৪২ জন। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং জন ২৩ জন নারী রয়েছেন।


আরও পড়ুন: ঢামেকে সাংবাদিকদের সঙ্গে যেন বৈষম্য বা বিবাদ না হয়: স্বাস্থ্যমন্ত্রী


গত ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


জেবি/এসবি