কুষ্টিয়ায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ
বিজ্ঞাপন
কুষ্টিয়ার কুমারখালীতে ২০২৩-২০২৪ অর্থ বছরে কন্দাল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ।
শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরের খেলার মাঠে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এমপি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস।
এই মেলায় কৃষির নানান জাত ও পণ্য নিয়ে শতাধিক স্টল স্থান পেয়েছে মেলা চত্বরে। প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরন করেন অতিথিবৃন্দ। কুমারখালী কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এর আয়োজনে এই মেলা শুক্রবার (২৮ জুন) থেকে রবিবার (৩০ জুন) প্রর্যন্ত চলবে।
বিজ্ঞাপন
এমএল/