সাদিক এগ্রোর দখল থেকে উদ্ধার করা অংশে খাল খনন ডিএনসিসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৪
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রো ফার্মের অবৈধ দখল থেকে উদ্ধার করা অংশে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) খাল খননের কাজ শুরু করছে।
শুক্রবার (২৮ জুন) দুপুরে মোহাম্মদপুরের বেঁড়িবাধ এলাকায় রামচন্দ্রপুর খালে সাদিক এগ্রোর দখল করা জায়গায় খাল খনন কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলে থাকা ২ ভাইয়ের
এ বিষয়ে ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাছান বলেন, সাদিক এগ্রো থেকে উদ্ধার করা অংশে খাল খননের কাজ শুরু হয়েছে। মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকায় শুক্রবার দুপুরে খাল খনন কার্যক্রম পরিচালনা করছে ডিএনসিসি।
গতকাল ডিএনসিসির নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১০ বিঘা নিজস্ব সম্পত্তি উদ্ধার করা হয়, আর যার মধ্যে সাদিক এগ্রোর দখল করা খালের অংশও ছিল।
আরও পড়ুন: উচ্ছেদ অভিযান নিয়ে যা বললেন সাদিক এগ্রোর ইমরান
এ বিষয়ে ঢাকা ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান বলেন, আগামী তিন দিনব্যাপী এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। খালের যে অংশ ভরাট করা হয়েছিল, ইতোমধ্যে সেটি খনন প্রক্রিয়া শুরু করেছে ডিএনসিসি।
এমএল/