জাতীয় সংসদে অর্থ বিল পাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৩ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৪

জাতীয় সংসদে সরকারের আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য অর্থ বিল পাস করা হয়েছে। সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরকরণ ও কতিপয় আইন সংশোধনকল্পে আনীত বিলটি (অর্থ বিল, ২০২৪) পাস করা হয়।
শনিবার (২৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ অর্থ বিল পাসের জন্য প্রস্তাব করেন। এর পর বিলটি কণ্ঠ ভোটে স্থিরীকৃত আকারে পাস হয়।
আরও পড়ুন: গুলশান-বারিধারায় লোডশেডিং দিতে বললেন প্রধানমন্ত্রী
এদিকে, বিলটির ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব উপস্থাপন করেন বিরোধী দলের সদস্যরা। পরে প্রস্তাবগুলোর উপর আলোচনার পর তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।
আরও পড়ুন: প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল হবে: প্রধানমন্ত্রী
এছাড়া বিরোধী দল ও সরকারি দলের সদস্যরা কিছু সংশোধনী প্রস্তাবও আনেন বিলটির ওপর। এ সংশোধনী প্রস্তাবগুলোয় বেশ কয়েকটি প্রস্তাব অর্থমন্ত্রী গ্রহণ করেন। এর পর বিলটি পাস হয়। আগামীকাল রবিবার (৩০ জুন) ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট পাস করা হবে।
অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার প্রধান উপদেষ্টার

রোহিঙ্গারা আগামী ঈদ মিয়ানমারে করতে পারেন সেই চেষ্টা চলছে: ড. ইউনূস

সংস্কার ছোট পরিসরে হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে জুনে

আমরা যথেষ্ট ভাগ্যবান, আমাদের সমুদ্র আছে: ড. ইউনূস
