রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪১ পিএম, ৩০শে জুন ২০২৪


রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পঅঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি রোড নির্মাণাধীন ডিপিডিসি বিল্ডিংয়ের বাউন্ডারি বেড়া সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাত (৫/৬) মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।


রবিবার(২৯ জুন) রাতে এই ঘটনাটি ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আজ সোমবার (৩০ জুন) দুপুরের দিকে পাঠানো হয়।


আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলে থাকা ২ ভাইয়ের


তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. তানজিম ইয়াসমিন জানান, আমরা খবর পেয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি রোড নির্মাণাধীন ডিপিডিসি বিল্ডিংয়ের বাউন্ডারি বেড়া সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞত শিশুর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 


আরও পড়ুন: উচ্ছেদ অভিযান নিয়ে যা বললেন সাদিক এগ্রোর ইমরান


তিনি আরো জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি অজ্ঞাত ও শিশুটিকে রাতে অথবা ভোরের দিকে কোন এক সময়  দুষ্কৃতিকারীরা তাকে ফেলে দিয়ে যায়। শিশু ধর্ষিত হয়েছে কিনা এবং তার মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


জেবি/এসবি