সাভারে কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে দুদকের অভিযান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪


সাভারে কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে দুদকের অভিযান
ছবি: সংগৃহীত

সাদিক অ্যাগ্রোকে প্রতারণামূলকভাবে সহায়তার অভিযোগে সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে বিশেষ অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


সোমবার (১ জুলাই) দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির ১৫ সদস্যের টিম সেখানে অভিযান চালাচ্ছে।


জানা যায়, ব্রাহমা জাতের গরু দেশে নিষিদ্ধ থাকলেও গত ২০২১ সালে আমেরিকা থেকে ১৮টি ব্রাহমা জাতের গরু জাল কাগজপত্র তৈরি করে দেশে আনেন সাদিক এগ্রোর ইমরান। সেই সময় কাস্টমস তা জব্দ করে পাঠায় গো প্রজনন কেন্দ্রে।


নিজেদের জালিয়াতির মাধ্যমে আমদানি করা গরু তিন বছর পর আবারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কারসাজির মাধ্যমে সেসব গরু ফিরিয়ে নেয় সাদিক। গো প্রজনন খামারের টেন্ডার জালিয়াতিসহ নানা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাচ্ছে দুদক। 


আরও পড়ুন: আমরা গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছি, অর্ডার করিনি: এসবি প্রধান


গেল বছর কোন প্রক্রিয়ায় সরকারের এই প্রতিষ্ঠান থেকে ১৬টি ব্রাহমা জাতের গরু সাদিক এগ্রোকে দেওয়া হয়েছে, সে বিষয়সহ অন্যান্য বিষয়ে খোঁজ নিচ্ছে দুদকের টিম।


আরও পড়ুন: বাংলাদেশে জঙ্গিবাদের আর উত্থান হবে না: র‍্যাব ডিজি


অভিযানের বিষয়ে দুদক উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “সাদিক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।”


জেবি/এসবি