Logo

বাংলাদেশে ঈদের সম্ভাব্য দিন জানাল আবহাওয়া অফিস

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মার্চ, ২০২৫, ০৬:০২
134Shares
বাংলাদেশে ঈদের সম্ভাব্য দিন জানাল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

আবহাওয়া দপ্তরের ধারণা, এবার পবিত্র রমজান ২৯টি হতে পারে

বিজ্ঞাপন

পবিত্র রমজান মাস মুসলমানদের সিয়াম সাধনার মাস। এরপর শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে উদযাপন হয় পবিত্র ঈদুল ফিতর। আবহাওয়া দপ্তরের ধারণা, এবার পবিত্র রমজান ২৯টি হতে পারে। সে অনুযায়ী আগামী সোমবার (৩১ মার্চ) হতে পারে পবিত্র ঈদুল ফিতর।

তবে কবে ঈদুল ফিতর উদযাপিত হবে সেই সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এর আগে চাঁদের স্থানাঙ্ক নিয়ে আবহাওয়া দপ্তর তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী, আগামী রবিবার (৩০ মার্চ) চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত। সে অনুযায়ী বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রকাশ করা হয়েছে।

এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল ফিতর হবে ৩১ মার্চ (সোমবার)। তবে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে মঙ্গলবার (১ এপ্রিল)। আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমানের স্বাক্ষর করা শাওয়ালের চাঁদের স্থানাঙ্ক বিবরণীতে বলা হয়, ৩০ মার্চ সূর্যাস্তের সময় ৬টা ১৩.৫ মিনিটে চাঁদের বয়স হবে দেড় দিন (১.০৫২৪ দিন)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৪৩.৪ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে। ৩১ মার্চ সূর্যাস্তের সময় ৬টা ১৪ মিনিটে চাঁদের বয়স হবে ২.০৫২৮ দিন। সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার এক ঘণ্টা ৫১.৬ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে। আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ৩০ মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদের বয়স থাকবে প্রায় দেড় দিন। সে কারণে বাংলাদেশের আকাশে খালি চোখেই চাঁদের দেখা মিলতে পারে।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD