নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে ৩টি বোমা উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৪


নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে ৩টি বোমা উদ্ধার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটি থেকে অভিযান চালিয়ে তিনটি বোমা উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (২ জুলাই) বিকেলে দুপুর ২টা থেকে উপজেলার বরপা এলাকার ওই বাড়িতে অভিযান চালাচ্ছে এটিইউ।  পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার সানোয়ার হোসেন বিষয়টি গণ নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে এটিইউ


তিনি বলেন, “প্রথমে ভবনের সব ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনা হয়। এরপর তৃতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালালেও কাউকে পাওয়া যায়নি। তবে ফ্ল্যাট থেকে শক্তিশালী ৩টি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”


জেবি/এসবি