আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৪ এএম, ৪ঠা জুলাই ২০২৪

সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠক স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ জুলাই) সকালে শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ওবায়দুল কাদেরের সঙ্গে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে। বৈঠক কবে তা পরবর্তীতে জানানো হবে।”
আরও পড়ুন: কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের টানা তৃতীয় দিনের কর্মবিরতি
এর আগে গেল ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ফটকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির ঘোষণা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া।
আরও পড়ুন: সর্বাত্মক কর্মবিরতিতে ৩৬ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা
সেই ঘোষণা দেওয়ার পর ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি চলছে।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আগা খান অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নির্বাচনে বিদেশি প্রভাব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতি বছর বিদেশে চাকরি পাচ্ছেন অন্তত ১০ লাখ বাংলাদেশি: আসিফ নজরুল

নূরের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
