ভারতে ভারী বৃষ্টিতে নিহত ২


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ৪ঠা জুলাই ২০২৪


ভারতে ভারী বৃষ্টিতে নিহত ২
ছবি: প্রতিনিধি

প্রবল বৃষ্টিপাতে মাটির ঘর ভেঙে প্রাণ হারলো একই পরিবারের ২ জনের, গুরুতর আহত ৩ মাসের শিশু সন্তান।


ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার খয়েরপুর মেঘলি পাড়ার ধর্ম টিলায়। মৃত ২ জন সর্ম্পকে স্বামী স্ত্রী। প্রাণেশ তাঁতি (৩৫) ও ঝুমা তাঁতি (২৬)।


তাঁরা ২ জন রাতে তাঁদের শিশুকে সঙ্গে নিয়ে ঘরের মধ‍্যে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রায় রাত ১ টার দিকে অতিবৃষ্টির কারণে তাঁদের ঘর ভেঙে পড়ে।


ঘুমন্ত অবস্থায় তাদের উপর মাটির দেওয়াল চাপা পড়ে। দুর্ঘটনার কিছুক্ষণের মধ‍্যে প্রতিবেশি লোকজন তাদেরকে উদ্ধার করে রানীবাজার প্রাথমিক স্বাস্থ‍্য কেন্দ্রে নিয়ে যায়।


সেখান থেকে কর্তব‍্যরত চিকিৎসক তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার ঝুমা তাঁতিকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন প্রাণেশ তাঁতির ও মৃত্যু হয়।


৩ মাসের সন্তানের চিকিৎসাধিন অবস্তায় আছে। এদিকে বুধবার (৩ জুলাই ) দুপুরে মৃত পরিবারের বাড়িতে গিয়ে তাদের  সঙ্গে দেখা করেন পশ্চিম জেলাশাসক ডাঃ বিশাল কুমারসহ প্রশাসনের কর্মকর্তারা। এই ঘটনায় এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে।


এসডি/