পিবিআই ডিআইজিসহ তিন কর্মকর্তার বদলী বিদায়ী সংবর্ধনা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৪


পিবিআই ডিআইজিসহ তিন কর্মকর্তার বদলী বিদায়ী সংবর্ধনা
ছবি: সংগৃহীত

কর্মক্ষেত্রে চিরচারিত বদলী জনিত বিদায় যেন প্রকৃতির নিয়মেরই একটি অংশ। আর এই চিরচারিত নিয়মেই বিদায় জানাতে হচ্ছে বদলীর আদেশ প্রাপ্ত তিন পিবিআই কর্মকর্তাকে।


বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টায় পিবিআইয়ের ১ জন ডিআইজিসহ ২ জন পুলিশ সুপারের বিদায় অনুষ্ঠান পিবিআই হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী কর্মকর্তাগণ হলেন-ডিআইজি (পশ্চিমাঞ্চল) জনাব মো. ইলিয়াছ শরীফ, পুলিশ সুপার জনাব মো. রাফিউল আলম, হেডকোয়ার্টার্স পিবিআই দিনাজপুর জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মো. মোকবুল হোসেন। বিদায়ী কর্মকর্তাদেরকে ফুল এবং ক্রেষ্ট প্রদান পূর্বক বিদায়ী শুভেচ্ছা জানান পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার।


আরও পড়ুন: ডেঙ্গু পরিস্থিতি এশিয়ার অন্যান্য দেশের তুলনায় সন্তোষজনক: স্থানীয় সরকার মন্ত্রী


অনুষ্ঠানে পিবিআই প্রধান বলেন, আমাদের জন্য বিদায় অনুষ্ঠান কিন্তু বিদায়ী কর্মকর্তাদের জন্য আনন্দের। তিনি বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যেখানেই যান, পিবিআইয়ের মর্যাদা বৃদ্ধির জন্য আমাদের পরামর্শ দিবেন, আমাদের সহায়তা করবেন।’ এ সময় তিনি বিদায়ী অতিথিদের পরবর্তী কর্ম জীবনে সাফল্য এবং পারিবারিক কল্যাণ কামনা করেন।


অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা ডিআইজি (পশ্চিমাঞ্চল) জনাব মো. ইলিয়াছ শরীফ, বলেন, ‘পিবিআইয়ের প্রশংসা শুনতাম। এখন বাস্তব অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। পিবিআই এর সফলতার মূল চাবিকাঠি যোগ্য নেতৃত্ব এবং টীমওয়ার্ক।’


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি (পূর্বাঞ্চল) জনাব মিরাজ উদ্দিন আহম্মেদ, বলেন, ‘প্রত্যেকের পূর্ব অভিজ্ঞতা অত্যন্ত প্রশংসনীয়। আপনাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনারা সফল হবেন এই প্রত্যাশা রাখছি।’


আরও পড়ুন: ওমানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশি জনশক্তি: প্রধানমন্ত্রী


পিবিআইয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ বিদায়ী কর্মকর্তাদের বিভিন্ন গুনাবলীর প্রসংশা এবং পরবর্তী কর্মস্থলের সফলতা কামনা করেন। 


অন্যান্য বিদায়ী কর্মকর্তাবৃন্দ পিবিআইতে তাদের অভিজ্ঞতা ও সুখস্মৃতি স্বরণ করে পরবর্তী কর্মস্থলে সফলতার জন্য সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন। 


অতিথি ডিআইজি (পশ্চিমাঞ্চল) জনাব মো. ইলিয়াছ শরীফ, ২০ তম বিসিএস এর মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগদান করেন। তিনি ২৬ ডিম্বের ২০২৩ সালে পিবিআইতে যোগদান করেন। তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি হিসেবে পিবিআই হতে বদলীর আদেশ প্রাপ্ত হয়েছেন। পুলিশ সুপার জনাব মো. রাফিউল আলম, পিপিএম এবং পুলিশ সুপার জনাব মো. মোকবুল হোসেন ২০ তম বিসিএস এর পুলিশ কর্মকর্তা। তিনি ২৬ ডিম্বের ২০২৩ সালে পিবিআইতে যোগদান করেন। তিনি বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে পিবিআই হতে বদলীর আদেশ প্রাপ্ত হয়েছেন। পুলিশ সুপার জনাব মো. মোকবুল হোসেন ১২ আগস্ট ২০২০ সালে পিবিআইতে যোগদান করেন। তিনি পিবিআই দিনাজপুর জেলার ইউনিট ইনচার্জের দায়িত্বে ছিলেন। তিনি নীলফামারি জেলার পুলিশ সুপার হিসেবে পিবিআই হতে বদলীর আদেশ প্রাপ্ত হয়েছেন।


এমএল/