বাউফলে আনন্দ উৎযাপনের মধ্যে দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৪


বাউফলে আনন্দ উৎযাপনের মধ্যে দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

পটুয়াখালী বাউফলে প্রতি বছরের ন্যায় এবারও মদনমোহন আখড়া বাড়িতে রথযাত্রা উদযাপন হয়।


প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজন করা হয় এই রথযাত্রা। 


সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা রবিবার (৭ জুলাই) থেকে শুরু হচ্ছে শুকপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই রথযাত্রা। 


আরও পড়ুন: পটুয়াখালীতে পুরোনো সেতু ভেঙ্গে খালে যুবক আহত


যানা যায়, ৪৬০ বছরের ও বেশি সময় ধরে এই রথযাত্রা উৎসব হচ্ছে। বিভিন্ন পুরান শাত্রে রথযাত্রা উল্লেখ রয়েছে।রথ যাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরানের কথা স্নান যাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়  তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি জান জগন্নাথদেব।এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয়।


 (১৫ জুলাই) রথযাত্রার মধ্যে দিয়ে শেষ হবে এই উৎসব।এই দিনে বিশ্বের বিভিন্ন স্থানে এই রথযাত্রা উদযাপন করে থাকে।


এসডি/