ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৪ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

হবিগঞ্জ-৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতা সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে হবিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম।
আরও পড়ুন: ব্যারিস্টার সুমনের নিরাপত্তায় গানম্যান নিয়োগ
এ বিষয়ে ডিএমপির এডিসি (মিডিয়া) কে এন রায় নিয়তি গণমাধ্যমকে বলেন, “তথ্য প্রযুক্তির সহায়তায় হুমকিদাতা সোহাগকে গ্রেফতার করে সিটিটিসির একটি টিম।”
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।
আরও পড়ুন: ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি
তিনি বলেন, “সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তাকে হত্যার হুমকির ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় সিটিটিসি ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হবিগঞ্জে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করা হয়।’
জেবি/এসবি