কোটালীপাড়ায় অভিযান চালিয়ে জব্দকৃত নিষিদ্ধ চায়না জাল ধ্বংস


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৪


কোটালীপাড়ায় অভিযান চালিয়ে জব্দকৃত নিষিদ্ধ চায়না জাল ধ্বংস
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে পুড়িয়ে ১২টি নিষিদ্ধ চায়না জাল ধ্বংস করা হয়েছে। যাহার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।


বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তারের উপস্থিতিতে নিষিদ্ধ এ জালগুলো আগুনে পোড়ানো হয়। 


আরও পড়ুন: গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা ও দায়রা জজকে আইনজীবী সমিতির পক্ষে ফুলেল সংবর্ধনা


জানা যায়, কলাবাড়ী ইউনিয়নের রামনগর বিলে দুপুরে অভিযান চালিয়ে স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় এসব চায়না জাল জব্দ করে উপজেলা মৎস্য অধিদপ্তর।


আরও পড়ুন: গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা ও দায়রা জজের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন


এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাজাহান সিরাজ বলেন, নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।


জেবি/এসবি