মেসি-রোনালদোকে সাথে নিয়ে বাংলাদেশে নতুন ক্যাফে!

ক্যাফে জুড়ে থাকবে ক্রিড়া প্রেমী মানুষদের নিয়ে নানা তথ্য জানা
বিজ্ঞাপন
দেয়ালে চোখ রাখলে প্রথমে মনে হতে পারে আপনি ভীষণ ফুটবল প্রেমী কোন মানুষের ড্রইং রুমে চলে এসেছেন,মেসি নেইমার রোনালদোর ছবিতে বাঁধা পড়বে আপনার দৃষ্টি, আসলে এটি একটি ক্যাফে।
শনিবার (১২ জুলাই) রাজধানীর মিরপুরের সাগুফতায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশের ১ম স্পোর্টস ক্যাফে ‘ক্যাফে ডাগআউট’ উদ্ভোধন করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বর্নিল আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ক্ষেত্রের সুপরিচিত তরুণমুখ, স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর নিয়ন, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাদ্দাম হোসেনসহ বাংলাদেশ ক্রিকেট টিমের জাতীয় দলের খেলোয়াড় হাসান মাহমুদ।
বিজ্ঞাপন
তরুণ ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, ক্যাফে জুড়ে থাকবে ক্রিড়া প্রেমী মানুষদের নিয়ে নানা তথ্য জানা ও লাইভ স্পোর্টস ম্যাচ দেখার বিশেষ সুযোগ।
বিজ্ঞাপন
জেবি/এসবি








