গুলিবিদ্ধ ট্রাম্পের খোঁজ নিলেন বাইডেন


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ১৪ই জুলাই ২০২৪


গুলিবিদ্ধ ট্রাম্পের খোঁজ নিলেন বাইডেন
ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমাবেশে গুলির ঘটনার প্রায় দুই ঘণ্টা পরে ডেলাওয়্যারের রেহোবোথ বিচ থেকে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমেরিকাতে এই ধরনের সহিংসতার কোনও জায়গা নেই, ডোনাল্ড ট্রাম্প নিরাপদে আছেন জেনে তিনি দুশ্চিন্তা মুক্ত হয়েছেন।

 

সামনে নভেম্বরে নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিতে কাদা ছোড়াছুড়ির আশঙ্কার মুখেই, বাইডেন দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বাইডেন।


আরও পড়ুন: সমাবেশে ট্রাম্পের উপর হামলা, গুলিতে ফুটো হয়ে গেছে ডান কান


তিনি বলেন, আমরা এটি ঘটতে দিতে পারি না, আমরা এমনটি হতে পারি না, এসব অসুস্থ কাজ। খবর বিবিসি, সিএনএন


পরে নির্বাচনী প্রচার সমাবেশে গুলিতে আহত  ডোনাল্ড ট্রাম্পের খোঁজ নেন  বাইডেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা দুজনের মধ্যে কী বিষয়ে কথা বলেছেন তা জানাননি। ডোনাল্ড ট্রাম্পের পর বাইডেন পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো এবং বাটলারের মেয়র বব ড্যান্ডয়ের সাথেও কথা বলেছেন বলে জানান ওই কর্মকর্তা।


জেবি/এজে