Logo

গুলিবিদ্ধ ট্রাম্পের খোঁজ নিলেন বাইডেন

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুলাই, ২০২৪, ২১:০১
97Shares
গুলিবিদ্ধ ট্রাম্পের খোঁজ নিলেন বাইডেন
ছবি: সংগৃহীত

ডেলাওয়্যারের রেহোবোথ বিচ থেকে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

বিজ্ঞাপন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমাবেশে গুলির ঘটনার প্রায় দুই ঘণ্টা পরে ডেলাওয়্যারের রেহোবোথ বিচ থেকে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমেরিকাতে এই ধরনের সহিংসতার কোনও জায়গা নেই, ডোনাল্ড ট্রাম্প নিরাপদে আছেন জেনে তিনি দুশ্চিন্তা মুক্ত হয়েছেন।

 

সামনে নভেম্বরে নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিতে কাদা ছোড়াছুড়ির আশঙ্কার মুখেই, বাইডেন দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বাইডেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা এটি ঘটতে দিতে পারি না, আমরা এমনটি হতে পারি না, এসব অসুস্থ কাজ। খবর বিবিসি, সিএনএন

পরে নির্বাচনী প্রচার সমাবেশে গুলিতে আহত  ডোনাল্ড ট্রাম্পের খোঁজ নেন  বাইডেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা দুজনের মধ্যে কী বিষয়ে কথা বলেছেন তা জানাননি। ডোনাল্ড ট্রাম্পের পর বাইডেন পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো এবং বাটলারের মেয়র বব ড্যান্ডয়ের সাথেও কথা বলেছেন বলে জানান ওই কর্মকর্তা।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD