দুই বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ দেবে চীন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশকে চার ধরনের অর্থনৈতিক সুবিধার আওতায় ২ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ সহায়তা দিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্মত হয়েছেন।
রবিবার (১৪ জুলাই) বিকাল ৪টায় গণভবনে সম্প্রতি শেষ হওয়া চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বলেন, “২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেবে চীন। এগুলোর কিছু হবে অনুদান, কিছু হবে সুদমুক্ত ঋণ।”
প্রধানমন্ত্রী জানান, “এছাড়াও কনসেশনাল বা ছাড়যুক্ত ঋণ ও বাণিজ্যিক ঋণও দেবে চীন।”
আরও পড়ুন: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
চীন সফর নিয়ে সমালোচনার উত্তরে প্রাধানমন্ত্রী বলেন, “চীনের সঙ্গে ২১ টি সমঝোতা হয়েছে। আরও ৭টি বিষয় এর বাহিরেও আছে। আমি জানি না যারা এ কথাগুলো বলে বেড়াচ্ছেন তারা কি জেনে বলছেন, নাকি শুধু আমাকে হেয় করতে বলছেন, সেটা একটি প্রশ্ন। আমি এগুলোকে খুব গুরুত্ব দেইনা। ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকে এ ধরনের নেগেটিভ কথা শুনে অভ্যস্ত।”
আরও পড়ুন: রবিবার সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী
এর আগে গেল ৮ জুলাই চীন সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১০ জুলাই চীন সফর শেষে দেশে ফেরেন সরকারপ্রধান। এই সফরে চীনের সঙ্গে বাংলাদেশের ২১টি চুক্তি-সমঝোতা ও ৭টি ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে।
জেবি/এসবি