Logo

মধ্যরাতে ইবি শিক্ষার্থীদের রাজাকার স্লোগান, প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুলাই, ২০২৪, ২৩:২৩
69Shares
মধ্যরাতে ইবি শিক্ষার্থীদের রাজাকার স্লোগান, প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

বাংলার মাটিতে আরেকবার রাজাকার নামের স্লোগান শুনলে নব্য রাজাকারদের সমূলে উৎপাটন করা হবে।

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি)শিক্ষার্থীদের 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার' স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে দুইশতাধিক নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল শাখা ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু হয়। এসময় বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন প্রধান প্রধান সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে আবারো একই স্থানে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়। 

বিজ্ঞাপন

এসময় ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল খান, রতন রায়, রাজু আহমেদ, অপু রয়, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ সহ বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তাদের তুমি কে আমি কে, বাঙালি বাঙালি ; হৈ হৈ রৈ রৈ, রাজাকার গেলি কই; রাজাকারের চামড়া, তুলে নেব আমরা; জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

ছাত্র সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, যে শব্দটাকে আমরা শৈশব থেকে ঘৃণিতভাবে জেনে এসেছি সেই রাজাকার শব্দটিকে গতকাল রাতে এই বাংলাদেশের পবিত্র মাটিতে কিছু মুষ্টিমেয় শিক্ষার্থী গর্বভরে উচ্চারণ করেছে। তাদের এহেন কর্মকাণ্ডে সারাদেশেএ ছাত্রসমাজ লজ্জিত হয়েছে। ৭১ সালে যুদ্ধ হয়েছিল রাজাকারের বিরুদ্ধে, আজ ইবি শাখা ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে ঘোষণা দিতে চাই, এই বাংলার মাটিতে আরেকবার রাজাকার নামের স্লোগান শুনলে নব্য রাজাকারদের সমূলে উৎপাটন করা হবে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, মীরজাফর ও রাজাকার শব্দগুলো আমরা একই অর্থে ব্যবহার করি। যারা ১৯৭১ সালে পাকিস্তানিদের অনুগত হয়ে নিরিহ বাঙ্গালিকে হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম লুট করেছে তারাই সেই ঘৃণিত রাজাকার গোষ্ঠী। স্বাধীনতা এতবছর পরেও গতকাল রাতে যারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যারা রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। আমরা মনে করি তাদের আসল স্থান ওই পাকিস্তানে। যারা শিক্ষার্থীদের আবেগকে পুজি করে অরাজকতা তৈরীর চেষ্টা করছেন তাদের কঠোর হুশিয়ার করে দিতে চাই। 

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD