জামিন পেলেন মিল্টন সমাদ্দার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৪
রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মানবপাচার আইনের মামলায় বহুল আলোচিত-সমালোচিত‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে জামিন দিয়েছেন আদালত। প্রতারণার মাধ্যমে মৃত্যুসনদ জালজালিয়াতির মামলায় কারাগারে ছিলেন মিল্টন।
সোমবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন:জামিন মিলল না মিল্টন সমাদ্দারের
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।
এর আগে, চলতি বছরের পহেলা মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন: রিমান্ড শেষে মিল্টন সমাদ্দার কারাগারে
মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগ উঠেছিল সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। এমনকি অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ এবং তাদের কিডনিসহ অঙ্গপ্রত্যঙ্গ চুরির মতো গা শিউরে ওঠা অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
প্রসঙ্গত, গেল ২৫ এপ্রিল একটি পত্রিকায় ‘মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
জেবি/এসবি