পেঁয়াজের সংগ্রহত্তোর ক্ষতি কমিয়ে আমদানি নিভর্রতা কমাতে হবে: কৃষি সচিব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোঃ সায়েদুল ইসলাম বলেছেন, কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির বিষয়ে অত্যান্ত আন্তরিক। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিতে তাঁর নির্দেশনার আলোকে কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ আব্দুর রাজ্জাক এরই আলোকে গবেষণা, সম্প্রসারণ ও উৎপাদক সকলকে তিন বছরের রোডম্যাপ দিয়েছেন যাতে আমরা এ লক্ষে পৌঁছাতে পারি। কৃষি সচিব ২৫ মার্চ সকালে ফরিদপুরের অম্বিকাপুরে পেঁয়াজ/পেঁয়াজ বীজ উৎপাদনকারী কৃষকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ এতে সভাপতিত্ব করেন।
কৃষি সচিব আরো বলেন, স্বাধীনতার সময়ে আমরা ১ কোটি ১০ লাখ মে. টন খাদ্য উৎপাদন করতাম, বর্তমানে ৪গুণ বেশী খাদ্য উৎপাদন করছি। দেশে পেঁয়াজের চাহিদা ৩৫ লাখ মে.টন উল্লেখ করে তিনি বলেন, উৎপাদন মৌসুমে সংগ্রহত্তোর ক্ষতি কমাতে পারলে আমাদের এআমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক কৃষিবিদ মোঃ বেনজির আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. মোঃ শাহজাহান কবীর, ডিএই ফরিদপুর উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ হযরত আলী।
এর আগে কৃষি সচিব ও অন্যান্য অতিথিবৃন্দ পেঁয়াজ বীজ উৎপাদক শাহিদা বেগমের পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, ডিএই ফরিদপুরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এ কে এম হাসিবুল হাসান, বিএআরআই এর মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্প পরিচালক ড. শৈলেন্দ্র নাথ মজুমদার, আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শারমিনা শামিম, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ শতাধিক কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।
এসএ/