নিত্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৫
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে ভোক্তা অধিকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের ৫টি পৃথক টিম।
শনিবার (১১ জানুয়ারি) ঢাকা মহানগরসহ সারা দেশে এ অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে: গভর্নর
ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৫ জন কর্মকর্তার নেতৃত্বে ৫টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে।
এসব টিমে ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম, সহকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে ২য় টিম এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালামের নেতৃত্বে ৩য় টিম অভিযান কার্যক্রম পরিচালনা করছে।
আরও পড়ুন: সবজির বাজারে স্বস্তি, অস্বস্তিতে চাল-মুরগি-মাছের বাজার
এছাড়া সহকারী পরিচালক ইন্দ্রানী রায়ের নেতৃত্বে ৪র্থ টিম এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলমের নেতৃত্বে ৫ম টিম বাজার তদারকির কাজ করছে।
এমএল/