ডুয়েটে ‘মাদক রোধ ও নৈতিক মূল্যবোধের বিকাশ’ শীর্ষক সিরাত সেমিনার অনুষ্ঠিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৫


ডুয়েটে ‘মাদক রোধ ও নৈতিক মূল্যবোধের বিকাশ’ শীর্ষক সিরাত সেমিনার অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘মাদক রোধ ও নৈতিক মূল্যবোধের বিকা’ শীর্ষক সিরাত সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।


আরও পড়ুন: ডুয়েটে হায়ার স্ট্যাডি বিষয়ক সেমিনার এবং এটিএফ সাব-প্রোজেক্ট প্রোপোজাল-এর উপর কর্মশালা অনুষ্ঠিত


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. নাবিল একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. নাবিল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। মঞ্চে আরো উপস্থিত ছিলেন সেমিনার বাস্তবায়ন কমিটির সভাপতি ও পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ।


প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘আমাদের আজকের এই আয়োজনের বিশেষ উদ্দেশ্য হলো মাদক মুক্ত এবং নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ে তোলা। আমাদের এই নতুন বাংলাদেশে আমরা আমাদের ভাইদের রক্তের উপর ও ছাত্র-জনতার ত্যাগের উপর দাঁড়িয়ে আছি। নতুন এই বাংলাদেশের পথচলায় আমরা সকলে ঐক্যবদ্ধ। এখন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে গঠন করবো, আমাদের দেশকে গড়ে তুলবো। আমরা দেশকে বহি,শত্রুর সকল ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা করবো।’ এ সময় তিনি মাদক মুক্ত সমাজ গঠন ও নৈতিক মূল্যবোধের বিকাশ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষার্থীসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


ডুয়েটের উন্নয়নে সহযোগিতার মনোভাব পোষণ করায় উপাচার্য মহোদয় আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি এই ধরনের সেমিনার আয়োজনের জন্য সেমিনার বাস্তবায়ন কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।


উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘আজকের এই সিরাত সেমিনার-২০২৫ আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিককে সামনে নিয়ে এসেছে। সমাজকে উন্নত ও শান্তিময় করার জন্য মাদকবিরোধী চেতনা ও নৈতিক মূল্যবোধের বিকাশ অন্যতম প্রধান শর্ত। মাদক এমন একটি ঘাতক, যা মানুষের আত্মিক, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ধ্বংসাত্মক। এটি ব্যক্তিকে তার সঠিক পথ থেকে বিচ্যুত এবং পারিবারিক ও সামাজিক পরিবেশকে কলুষিত করে ।’


আরও  পড়ুন: ডুয়েটে টেকনিক্যাল সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত


সেমিনারটি তিনটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনের পর প্রথম অধিবেশনে মাদক ও স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে আলোচনা করেন ডা. নাবিল। দ্বিতীয় অধিবেশনে নৈতিক মূল্যবোধের বিকাশ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে হযরত মুহাম্মদ (সা.)-এর সিরাতের ভূমিকা বিষয়ে সুদীর্ঘ আলোচনা পেশ করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এ সময় হাফিজ ছাত্রদের তিলাওয়াত ও ডুয়েট মসজিদ থেকে হিফজকৃত হাফিজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়। পরে প্রশ্নোত্তর পর্ব ও দোয়া অনুষ্ঠিত হয়। তৃতীয় অধিবেশনে ক্বিরাত, হামদ, নাত ও কাওয়ালী পরিবেশন করা হয়। সেমিনার বাস্তবায়ন কমিটির সদস্য- সচিব ও ডুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


এসডি/