৮২৬ কারাবন্দির পলায়ন
দুই দিনে আত্মসমর্পণ করল ১৩৬ জন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:০৭ পিএম, ২৪শে জুলাই ২০২৪

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে গিয়েছে ৮২৬ কারাবন্দি। তার মধ্যে গত দুই দিনে ১৩৬ জন আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার (২৩ জুলাই) নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: খুলল অফিস, সূচিতে পরিবর্তন
জানা যায়, শুক্রবার (১৯ জুলাই) বিকেলে দুষ্কৃতকারীরা নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে করে জেলখানায় থাকা নয় জঙ্গিসহ ৮২৬ কারাবন্দি পালিয়ে যায়। পলায়নরত আসামিরা যাতে আত্মসমর্পণ করে, সেজন্য রবিবার (২১ জুলাই) রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে।
আরও পড়ুন: খুলেছে গার্মেন্টস, কাঁচামাল সংকটে উৎপাদন নিয়ে শঙ্কা
এর প্রেক্ষিতে সোমবার (২২ জুলাই) ১০ জন ও মঙ্গলবার ১২৬ জনসহ মোট ১৩৬ জন পলায়নরত কারাবন্দি সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হকের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে।
নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম জানিয়েছেন, নরসিংদী জেলা কারাগারের জেল সুপার ও জেলারকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ।
জেবি/এসবি