Logo

রাজধানীজুড়ে তীব্র যানজট

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৪, ২৩:৫৪
34Shares
রাজধানীজুড়ে তীব্র যানজট
ছবি: সংগৃহীত

কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। কখন পৌঁছাতে পারবেন তার কোনও নিশ্চিয়তা নেই।

বিজ্ঞাপন

টানা ৩ দিন বন্ধ থাকার পর আজ বুধবার (২৪ জুলাই) সরকারি-বেসরকারি অফিস খুলতেই তীব্র যানজটের মুখে পড়েছে রাজধানী ঢাকা। এদিন সকাল থেকেই ফার্মগেট,  সায়েদাবাদ, মিরপুর, মতিঝিল, কল্যাণপুর,  তেজগাঁও, বনানী,  মহাখালীসহ ঢাকার বিভিন্ন রাস্তা প্রচণ্ড যানজটে স্থবির পড়েছে। এতে বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রীরা।

কারফিউ শিথিলের সময়ে বুধবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিভিন্ন অফিস খোলা থাকছে।

বিজ্ঞাপন

কিন্তু যানবাহন পেতে দেরি হওয়ার কারণে ছাড়াও  যানজটে পড়ে অনেকে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। কখন পৌঁছাতে পারবেন তার কোনও নিশ্চিয়তা নেই।

বিজ্ঞাপন

রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকা থেকে সকাল ১০টা ৫ মিনিটের দিকে প্রাইভেট কারে কারওয়ান বাজারের উদ্দেশে রওনা হন এক যাত্রী। এদিন বেলা সাড়ে ১১টার সময় তিনি কাজীপাড়ায় আটকে ছিলেন। স্বাভাবিক সময়ে এটুকু আসতে আধঘণ্টা সময় লাগে বলে গণমাধ্যমকে জানান ওই যাত্রী।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

রাজধানীর কারওয়ান বাজার থেকে প্রাইভেট কারে বনানী যেতে ১ ঘণ্টারও বেশি সময় লেগেছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন আরেক যাত্রী। ফার্মগেটে যানজট দেখে গাড়ি তেজগাঁওয়ের ভেতর দিয়ে ঘুরে যেতেও অলিগলিতে যানজটে পড়েন তারা। মহাখালীতেও রয়েছে তীব্র যানজট।

এদিন সকাল সাড়ে নয়টার দিক থেকেই প্রচণ্ড যানজটের কবলে পড়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা। আশপাশের অলিগলিতেও যানজট রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD