নরসিংদী কারাগারের জেলার ও সুপার বরখাস্ত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৪


নরসিংদী কারাগারের জেলার ও সুপার বরখাস্ত
ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলায়, ভাঙচুর ও আগুনে  ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে নরসিংদী জেলা কারাগারের সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।


বুধবার (২৪ জুলাই) সকালে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: খুলেছে গার্মেন্টস, কাঁচামাল সংকটে উৎপাদন নিয়ে শঙ্কা


শুক্রবার (১৯ জুলাই) নরসিংদী জেলা কারাগারে হামলায় কারাগারের অফিসকক্ষ, অস্ত্রাগার, বন্দিশালা, ব্যারাক, অফিসারদের বাসাবাড়ি, গ্যারেজে থাকা গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন ভবনে ভাঙচুর ও আগুন দেয়।


সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক লাগোয়া কারাগারের নিরাপত্তা প্রাচীরের প্রধান ফটকের সামনের ক্যান্টিনটি পুড়ে ছাই হয়ে গেছে। তার ভেতরে অবশিষ্ট বলতে কিছু নেই। প্রধান ফটকের সামনে স্থানীয়দের ভিড়। 


আরএক্স/