বিলুপ্তির পথে খোকসার বাঁশ শিল্প


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৪


বিলুপ্তির পথে খোকসার বাঁশ শিল্প
ছবি: প্রতিনিধি

পুঁজি ও কাঁচামাল সংকট আর প্লাস্টিক পণ্যের দৌড়ে হারিয়ে যাচ্ছে কুষ্টিয়ার খোকসা উপজেলার বাঁশ ও বেত শিল্প। কমছে শিল্পের কারিগরির সংখ্যাও। একসময় এ শিল্পের সাথে তিন'শ পরিবার জড়িত থাকলেও এখন টিকে আছে হাতে গোনা কয়েকটি পরিবার। সরকারি সহোযোগিতা না পেলে এই শিল্পটি পড়বে অস্তিত্ব সংকটে।


এক সময় এই উপজেলায় কুটির শিল্পের সুনাম ছিলো দেশ জুড়ে। বংশ পরম্পরায় এই কাজের সংগে জড়িত ছিলো অনেক পরিবার। উপার্জনের একমাত্র অবলম্বন ছিলো বাঁশ ও বেতের কুটির শিল্প। আধুনিকতা ও প্রযুক্তির ছোঁয়ায় যেন হারাতে বসেছে বাঙালির স্বপ্নবোনা ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের তৈরি গৃহস্থালি সামগ্রী। দিন দিন চাহিদা কমছে এসব পণ্যের।


আরও পড়ুন: কুষ্টিয়ায় র‍্যাবের কোম্পানী কমান্ডার হিসেবে যোগদান করলেন অফিসার ইলিয়াস খান


বাপ দাদার এই পেশাকে ধরে রেখেছেন যারা তারা ভালো নেই। উপকরণের দাম বেড়ে যাওয়ায় এখন এসব সামগ্রী তৈরিতে খরচ বেড়ে গেছে দুই তিন গুন। এক'শ বছর আগে বিকাশ ঘটা এই শিল্প টিকে থাকতে সরকারি সহায়তা প্রত্যাশা করেন সংশ্লিষ্ট কারিগররা।


উপজেলার কমলাপুর গ্রামের সনজিত জানান, এই কাজ করে যে টাকা আয় হয় তাতে সংসার চলে না। তারপরও বাপদাদার পেশা ধরে রেখেছি। প্রয়োজনীয় পুঁজি আর উপকরণের অভাবে ব্যবসা থমকে যাচ্ছে। সরকারি-বেসরকারি সংস্থার সহজ শর্তে ঋণ সহায়তা প্রত্যাশা করেন তিনি। 


রিনা জানান, সংসারের কাজের ফাঁকে স্বামীর কাজে সাহায্য করি। না হলে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকাই কষ্টকর।


আরও পড়ুন: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন   


রামদাস জানান, আগে বাঁশের জিনিস ভালোই চলতো। এখন প্লাস্টিক পণ্য আসায় আমাদের ব্যবসা চলে না। তাই ছেলেপেলে এ পেশা ছেড়ে অন্য পেশায় দিয়েছি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা প্রাচীন ক্ষুদ্র এই শিল্পকে টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণসহ সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।


এমএল/