Logo

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুলাই, ২০২৪, ০৩:২০
52Shares
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ছবি: সংগৃহীত

সমাজকে মাদক মুক্ত করতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই

বিজ্ঞাপন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক অনুর্ধ্ব ১৭ টুর্নামেন্ট শুরু হয়েছে।

 

সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার সময় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টের শুভ উদ্বোধন আনুষ্ঠানিকভাবে করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল। তিনি বলেন, সমাজকে মাদক মুক্ত করতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। ক্রীড়া দেয় সুস্থ দেহ ও মন। তাই আসুন আমরা মাদককে না বলি এবং সুস্থ শরীর গঠনে খেলাধুলায় মনোনিবেশ করি। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা সহকারি কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, ডাক্তার মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, সমাজসেবা অফিসার ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, ভেড়ামারা থানার ওসি লুৎফর রহমান, পৌরসভার ৪ নং কাউন্সিলর ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সোলাইমান হোসেন সহ উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD