ভারতে স্ত্রীকে পুকুরে ডুবিয়ে হত্যা, আত্মসমর্পণ স্বামীর

পনেরো থেকে আড়াই বছর বয়সের ৫ সন্তান রয়েছে তাদের
বিজ্ঞাপন
ভারতে স্ত্রীকে পুকুরে ডুবিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী।
বুধবার (২৪ জুলাই) ভোরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। পনেরো থেকে আড়াই বছর বয়সের ৫ সন্তান রয়েছে তাদের।
বিজ্ঞাপন
সন্তানরা ঘুমন্ত অবস্থায় থাকাকালে বাড়ির সবার অগোচরে স্বামী আবু বক্কর ঘর থেকে টেনে হিঁচড়ে এনে স্ত্রী সিদ্দেকা বেগমকে বাড়ির পাশে পুকুরের জলে ডুবিয়ে হত্যা করে। এরপর ভেজা কাপড় পাল্টে সোজা থানায় পৌঁছে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
বিজ্ঞাপন
সঙ্গে সঙ্গেই আসামের করিমগঞ্জের ভাগীরখলা গ্রামের আবুবক্করকে গ্রেফতার করে পুলিশ। আবু বক্করকে সঙ্গে নিয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন নিলামবাজার থানার ওসি ধামসং বসুমাতারি, সিআই আকবর আলি।
বিজ্ঞাপন
স্থানীয় ম্যাজিস্ট্রেট সার্কেল অফিসার জর্নাদন ভাইপের উপস্থিতিতে গৃহবধূর মৃতদেহের প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য উদ্ধার করে করিমগঞ্জ জেলা অসামরিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন পুলিশ।
বিজ্ঞাপন
এমএল/








