বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে ভারতসহ ৫ দেশের ছাত্রসংগঠনের সংহতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৪

বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ভারতসহ ৫ দেশের ৭ ছাত্রসংগঠন সংহতি প্রকাশ করেছে।
বুধবার (১৭ জুলাই) এআইএসএ-এর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে পোস্ট করা একাধিক বিবৃতিতে এই সংহতির কথা জানানো হয়।
সংহতি জানানো অন্য সংগঠনগুলো হলো- ভারতের অল ইন্ডিয়া ডেমক্র্যাটিক স্টুডেন্টস অর্গ্যানাইজেশন (এআইডিএসও), অল নেপাল ন্যাশনাল ফ্রি স্টুডেন্ট ইউনিয়ন, ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশন (পাকিস্তান), সোশ্যালিস্ট স্টুডেন্ট ইউনিয়ন (শ্রীলঙ্কা), সোশ্যালিস্ট ইয়ুথ ইউনিয়ন (শ্রীলঙ্কা), সোশ্যালিস্ট অ্যালায়েন্স (অস্ট্রেলিয়া), ইয়াং কমিউনিস্ট লিগ অব ব্রিটেন, সোয়াস লিবারেটেড জোন ফর গাজা (যুক্তরাজ্য)।
আরও পড়ুন: ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বিবেচনার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র