Logo

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোক প্রস্তাব উত্থাপন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি, ২০২৬, ১২:৪৮
খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোক প্রস্তাব উত্থাপন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মরনোত্তর শ্রদ্ধা জানাতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। আজ বুধবার বাজেট অধিবেশনের প্রথম দিনে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হবে।

বিজ্ঞাপন

খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর, যিনি ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লিখিত শোকবার্তা তাঁর সন্তান এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানায়, নিয়ম অনুযায়ী বাজেট অধেশনের প্রথম দিনে উভয় কক্ষের সদস্যদের যৌথ অধিবেশন বসবে। এতে ভাষণ দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অধিবেশনে খালেদা জিয়ার পাশাপাশি ভারতের সাবেক এমপি এল গনেশন এবং এমপি সুরেশ কালমাদিকে স্মরণ করে শোক ও শ্রদ্ধা জানানো হবে।

ভারতের বাজেট অধিবেশন চলবে মোট ৬৫ দিন ধরে এবং ২ এপ্রিল শেষ হবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD