Logo

পারমাণবিক শক্তি বাড়াতে ‘নতুন পরিকল্পনা’ আনছেন কিম জং উন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি, ২০২৬, ১১:৪৬
পারমাণবিক শক্তি বাড়াতে ‘নতুন পরিকল্পনা’ আনছেন কিম জং উন
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পারমাণবিক সক্ষমতা আরও জোরদার করতে একটি নতুন কৌশলগত পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন। আসন্ন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকির সময় কিম বলেন, দেশের পারমাণবিক যুদ্ধ-নিরোধ ক্ষমতা শক্তিশালী করার পরবর্তী ধাপ কংগ্রেসে স্পষ্ট করা হবে। তার দাবি, এই পদক্ষেপ সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পরীক্ষার সময় কিমের সঙ্গে তার কন্যা জু এ এবং সামরিক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরীক্ষায় চারটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে নিক্ষেপে সক্ষম বড়-ক্যালিবার মাল্টিপল রকেট লঞ্চার ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কিম মন্তব্য করেন, এ ধরনের অস্ত্র শত্রুদের জন্য “তীব্র মানসিক চাপ” ও “গুরুতর হুমকি” সৃষ্টি করবে। তিনি স্বীকার করেন, এই অস্ত্রব্যবস্থা উন্নয়নের পথ সহজ ছিল না, তবে তা কৌশলগত প্রতিরোধ শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উত্তর কোরিয়ার দাবি, পরীক্ষায় নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫৮.৫ কিলোমিটার দূরে সাগরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অন্যদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো জাপান সাগরের দিকে ছোড়া হয় এবং অন্তত দুটি তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়ে।

বিজ্ঞাপন

এটি চলতি জানুয়ারিতে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এর আগে দক্ষিণ কোরিয়ার নেতার চীন সফরের আগে আরেক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া দীর্ঘদিনের মিত্র, এবং দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রায় ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে পিয়ংইয়ংয়ের এ ধরনের পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD