মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত

ভারতের পশ্চিমী রাজ্য মহারাষ্ট্রে একটি বিমান দুর্ঘটনায় রাজ্যের সহযোগী উপ-মুখ্যমন্ত্রী ও শিব সেনা-ঘনিষ্ঠ এনসিপি নেতা অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ জানুয়ারি) সকালে, যখন মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে যাত্রা করা একটি ছোট বিমান অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সময় সকালে ৮টার দিকে মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানটি প্রায় এক ঘণ্টা পর বারামতি বিমানবন্দরের কাছে পৌঁছানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে। বিমানটিতে থাকা সবাই — পাইলট, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং তার নিরাপত্তাকর্মীসহ মোট পাঁচজন ঘটনাস্থলেই প্রাণ হারান, জানিয়েছে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের মহাপরিচালক।
আরও পড়ুন: ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান
দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে বিমানের ছিন্নভিন্ন ধ্বংসাবশেষের ওপর প্রচণ্ড আগুন ও ধোঁয়া উঠছে, এবং আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স চলছে।
বিজ্ঞাপন
৬৬ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ অজিত পাওয়ার ছিলেন এনসিপি (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি)-এর নেতা এবং দলটির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে। তিনি লোকসভা সদস্য সুপ্রিয়া সুলের চাচাতো ভাই ছিলেন এবং মরাঠা সমাজে প্রভাবশালী রাজনৈতিক পরিচিতি ছিল।
প্রাথমিকে জানা গেছে, অজিত পাওয়ারের বারামতিতে দিনভর চারটি নির্বাচনী জনসভা ও কর্মী সমাবেশে অংশগ্রহণ করার কথা ছিল।
আরও পড়ুন: ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা
বিজ্ঞাপন
দুর্ঘটনার খবরে পুণেতে অবস্থানরত শরদ পাওয়ার এবং সুপ্রিয়া সুল শীঘ্রই পুণের উদ্দেশ্যে রওনা দেবেন এবং নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের কথা বলছেন রাজ্য নেতৃত্ব।
এই দুর্ঘটনার আরো বিস্তারিত তথ্য এবং তদন্ত প্রতিবেদন আসার পর পরবর্তী খবর দেয়া হবে।








