মধ্যপ্রাচ্যে সামরিক মহড়ার ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে বড় ধরনের সামরিক মহড়া আয়োজনের। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নাইন্থ এয়ারফোর্সের বিমান মহড়া কয়েকদিন ধরে চলবে। মহড়ার লক্ষ্য হচ্ছে শক্তি প্রদর্শন, শত্রু বিমান বাহিনীকে ছত্রভঙ্গ করা এবং যুদ্ধ পরিস্থিতিতে সক্ষমতা পরীক্ষা করা।
মার্কিন সামরিক বাহিনীর এই মহড়া ঘোষণার ঠিক একদিন আগে, ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ রণতরীর একটি বহর। সেন্টকোম জানায়, বহর মোতায়েনের উদ্দেশ্য হলো আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা।
বিজ্ঞাপন
সামরিক মহড়া ঘোষণা এমন সময় এসেছে যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অতীতে থেকে তিক্ত। চলতি জানুয়ারির মাঝামাঝি এশিয়া-প্রশান্ত অঞ্চলের থেকে বহর মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। গত বছর জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছিল, এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দুই দেশের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
এদিকে, নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই মহড়া যে কোনো সময় যুদ্ধ পরিস্থিতির ঝুঁকি তৈরি করতে পারে। গত ডিসেম্বরেও ইরানে সরকারবিরোধী বিক্ষোভ তীব্রভাবে বৃদ্ধি পায়, যা ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের জন্য প্রেক্ষাপট তৈরি করে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








