Logo

‘যুদ্ধ বাধলে এক ইঞ্চিও পিছু হটবে না ইরান’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি, ২০২৬, ১৭:২২
‘যুদ্ধ বাধলে এক ইঞ্চিও পিছু হটবে না ইরান’
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে যুদ্ধ শুরু হলে ইরান কোনোভাবেই পিছু হটবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (২৮ জানুয়ারি) বার্তাসংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। আকবরজাদেহ বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে সম্ভাব্য যেকোনো সংঘাতের জন্য দেশটি পুরোপুরি প্রস্তুত। তার ভাষায়, যুদ্ধ বাধলে ইরান “এক মিলিমিটারও” পিছু হটবে না, বরং আরও দৃঢ়ভাবে সামনে এগোবে।

হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথাও তুলে ধরেন আইআরজিসির এই কর্মকর্তা। তিনি জানান, সামুদ্রিক পথ, আকাশপথ ও পানির নিচের চলাচল—সবকিছুই এখন উন্নত নজরদারি ব্যবস্থার আওতায় রয়েছে। ফলে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা সম্ভব হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিদেশি জাহাজ অন্য দেশের পতাকা ব্যবহার করে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে কি না— সে সিদ্ধান্তও ইরান পরিস্থিতি বিবেচনায় নেবে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি যুদ্ধ শুরু করে, তাহলে তারা যেন তা থেকে কোনো কৌশলগত বা অর্থনৈতিক সুবিধা নিতে না পারে— সে বিষয়েও সতর্কবার্তা দেন আকবরজাদেহ। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান চায় না বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হোক, তবে আক্রমণের জবাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

এছাড়া যেসব প্রতিবেশী দেশ তাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেবে, তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

আইআরজিসির এই উপপ্রধানের ভাষ্য, ইরানের হাতে এমন কিছু সামরিক সক্ষমতাও রয়েছে, যা এখনো প্রকাশ করা হয়নি; প্রয়োজন হলে সেগুলোও সামনে আনা হবে।

বিজ্ঞাপন

সূত্র: আনাদোলু

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD